টঙ্গীতে ষষ্ঠ দিনের মতো চলছে উদ্ধার কাজ
Comments are closedগাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় ষষ্ঠ দিনের মতো উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে, ধ্বংস স্তুপের নীচে, নানান কেমিকেল থাকায় উদ্ধারকাজ চালাতে হচ্ছে সতর্কতার সঙ্গে। ফলে, বিলম্বিত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো এক শ্রমিক। এ নিয়ে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। আজও কারখানা এলাকায়, অপেক্ষা করতে দেখা গেছে, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের।