টাইগারদের জার্সিকে ভোট দিতে রেডিও ধ্বনির আহ্বান
Comments are closedক্রিক ইনফোরের সেরা জার্সি বাছাই জরিপে বাংলাদেশ দলের জার্সিকে এগিয়ে নেওয়ায় একাত্ম হয়েছে রেডিও ধ্বনি ৯১.২ এফ এম। লাল-সবুজের এই জার্সিকে শীর্ষে নিয়ে যেতে কোন ভোট দেওয়ার জন্য ওয়েবসাইটের লিংক পেতে রেডিও ধ্বনিকে এসএমএস দিতে পারেন। সেজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RD স্পেস BDCJ আর পাঠিয়ে দিন 7171 নম্বরে। ফিরতি মেসেজে ভোট করার জন্য পেয়ে যাবেন কাঙ্খিত লিংকটি। সঙ্গে থাকুন বাংলাদেশ ক্রিকেট দলের আর ভোট করে জিতিয়ে নিন আপনার প্রিয় জার্সিকে। এগিয়ে যাক বাংলাদেশের জার্সি, এগিয়ে যাক টাইগাররা।