টাইগারদের জার্সি ডিজাইনের সুযোগ
Comments are closed
বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের জন্য সুখবর। সকলের জন্য সুযোগ এসেছে জার্সি ডিজাইন করার। যা পড়ে মাঠে নামবে টাইগাররা। বিসিবির সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে দলের স্পন্সর রবি আজিয়াটা লিমিটেড। প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল থেকে। চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। আগ্রহী ডিজাইনাররা লাল-সবুজকে গুরুত্ব এবং বিসিবি ও আইসিসির গাইড লাইন মেনে জার্সি ডিজাইন করে, jersey@robi.com.bd এই ঠিকানায় ই-মেইল করতে পারবেন। অথবা www.wearetigers.com.bd এই ওয়েবসাইটেও পছন্দের ডিজাইন আপলোড করা যেতে পারে। সেরা জার্সির ডিজাইনারকে ৫ লাখ টাকা পুরষ্কার দেয়া হবে। সকালে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা বিষয়টি ঘোষণা করেন রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন। আগামী বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে ক্রিকেটে নতুন এই জার্সিতে দেখা যাবে সাকিব-মুশফিকদের।