টাঙ্গাইলের ৯০০ জনকে আসামি করে পুলিশের মামলা
Comments are closedটাঙ্গাইলের কালিহাতীতে তিনজন নিহতের ঘটনায় প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার কালিহাতী ও ঘাটাইল থানায় এ মামলা দুটি করা হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় সেখানে দায়িত্ব পালনরত পুলিশের সব সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তেও সেখানে দায়িত্ব পালনকারীদের দায়দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।