টানা বর্ষণে পানিবন্দি উত্তরাঞ্চলের লাখো মানুষ
Comments are closedটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন উত্তরের বেশ কয়েকটি জেলার লাখো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট। বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনার স্রোতে বগুড়ার ধুনট উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন কুড়িগ্রামবাসী। লালমনিরহাটে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। গাইবান্ধার চার উপজেলার ১৩টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দি মানুষ আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনায়। শেরপুরেও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর কোন কোন এলাকায় পানি কমলেও এখনও পানিবন্দি ৩০টি গ্রামের মানুষ।