টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতি
Comments are closedটানা বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। পদ্মার ভাঙ্গনে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৮টি গ্রামের অন্তত ৩০০ পরিবার গৃহহীণ হয়ে পড়েছে। নদী উত্তাল হয়ে ওঠায় দুপুর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবারও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। যাত্রীদের ফেরিতে নদী পার হতে পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি। সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। এদিকে, কক্সবাজারের বাহাড়ছড়া এলাকায় পাহাড় ও দেয়াল ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।