টানা বৃষ্টি: বেড়েছে নদ-নদীর পানি
Comments are closedমৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টা এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া পূর্বাভাসে সতর্কতা রয়েছে। এদিকে, ভারী বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।