টিএসসিতে নারী নির্যাতনের ঘটনায় অনেকেই আটক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Comments are closedপয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে নারী নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেককেই আটক করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এদাবি করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের মহাপরিদর্শক পুরস্কার ঘোষণা করেছেন। সবাইকে চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে ধরা হয়েছে এবং আইনের কাছে তাদের সেপার্দ করা হয়েছে । এছাড়া কক্সবাজার সীমান্ত পথে মানবপাচার প্রায় বন্ধ করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।