টেস্টে সেরাটা দিতে চাই : সৌম্য
Comments are closedওয়ানডের পাশাপাশি টেস্টেও ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিতে চান বলে জানিয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমীতে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, খুব বেশি টেস্ট ম্যাচ খেলতে না পারলেও ইংল্যান্ডের সঙ্গে সুযোগ পেলে ভালো ব্যাটিং উপহার দেবেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চান সৌম্য।