ট্রাম্পের বিরুদ্ধে হিলারির বাণিজ্য নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ
Comments are closedযুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। নিউজউইকের এক প্রতিবেদনে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কিউবার সাথে ট্রাম্পের গোপন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এ অভিযোগ করেন হিলারি। বলেন, কিউবার সাথে ব্যবসা করে যুক্তরাষ্ট্রের আইন ও মূল্যবোধের উপরে ব্যক্তি স্বার্থ আর ব্যবসার মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। তবে, ট্রাম্পের মুখপাত্র কেলাইনি কনওয়ে দাবি করেন, ট্রাম্পের বিরোধিতার কারণে ওই অর্থ স্থানান্তর করা হয়নি।