ট্রাম্পের সমর্থকদের সমালোচনার পর হিলারির দু:খ প্রকাশ
Comments are closedমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নিয়ে কটুক্তি করার পর এবার অনুশোচনা করলেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। শনিবার এক বিবৃতিতে তিনি এ অনুশোচনা প্রকাশ করেন। এরআগে, শুক্রবার নিউইয়র্কে এক নির্বাচনী ফান্ড সংগ্রহ সভায় হিলারি বলেন, ট্রাম্প সমর্থকদের প্রায় অর্ধেকই জঘন্য মানুষ। তাদের বর্ণবাদী, যৌন বৈষম্যবাদী, অভিবাসী ও ইসলাম বিদ্বেষী বলেও মন্তব্য করেন,হিলারি ক্লিনটন। একই সঙ্গে, হিলারি ধর্মান্ধতা ও বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এদিকে, শনিবার প্রকাশিত এক জনতম জরিপ বলছে, হিলারি ক্লিনটনের সম্ভাব্য ইলেক্টোরাল ভোটে ভাগ বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে দেখা যায়, হিলারির জয়ের সম্ভাবনা নেমে এসেছে ৮৩ শতাংশে, আর ইলেক্টোরাল ভোটের ব্যবধান গড়ে ৪৭টি। এরআগে, আগস্টে হিলারির জয়ের সম্ভাবনা ছিল ৯৫ শতাংশ, আর ইলেক্টোরাল ভোটের গড় ব্যবধান ছিল ১০৮টি।