ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ল ১ মাস
Comments are closedসিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অফিস আদেশ পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় । আদেশে বলা হয়েছে, সব সিটি কর্পোরেশনের আওতায় ‘সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল-২০১৫’ এ নির্ধারিত কর যৌক্তিক পর্যায়ে কমাতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে। এর আগে ২০১৫-১৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়ানোর অনুরোধ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ওই আদেশে ট্রেড লাইসেন্সের নবায়নের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।