ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু বৃহস্পতিবার
Comments are closedঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে রেলের আগাম টিকেট বিক্রি শুরু হবে। ৯ জুলাই পাওয়া যাবে ১৩ই জুলাইয়ের টিকেট। পর্যায়ক্রামে ১০ জুলাই ১৪ তারিখের, ১১ জুলাই ১৫ তারিখের, ১২ জুলাই ১৬ তারিখের এবং ১৩ জুলাই মিলবে ১৭ তারিখের টিকেট। একজন যাত্রী ৪টির বেশি টিকেট কিনতে পারবেন না।