ডপলার রাডার স্থাপনে জাপানের সঙ্গে চুক্তি
Comments are closedসঠিক আবহাওয়া পূর্বাভাস নির্ণয় ও সতর্কবার্তা প্রচারে আধুনিক ডপলার রাডার স্থাপনে অনুদান দিবে জাপান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৮৬ কোটি ২৬ লাখ টাকার অনুদান ও বিনিময় চুক্তি সই হয়।