ডিওএইচএস ও সংসদ প্রাঙ্গনে হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত
Comments are closedডিওএইচএস মসজিদ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়েছে। নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ হাজারো নেতা-কর্মী। রাতে হান্নান শাহের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখার কথা। আগামীকাল সকালে সড়কপথে নিয়ে যাওয়া হবে গাজীপুরে। স্থানীয় চালাবাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের বাবার কবরের পাশেই সমাহিত হবেন বিএনপির বর্ষীয়ান এ নেতা।