ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া গাড়ি চলবে না মহাসড়কে
Comments are closedআগামী পহেলা জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া মহাসড়কে কোন যান চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান। ডিজিটাল নম্বর প্লেটের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেন মন্ত্রী। একই সঙ্গে বাস মিনিবাস বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।