ডিসেম্বরে পৌরসভা নির্বাচন: নির্বাচন কমিশনার
Comments are closedআগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.শাহনেওয়াজ। কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছাড়া এ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না বলেও উল্লেখ করেন তিনি। মৌলভীবাজারে জেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নির্বাচন কমিশনার। আগামী জানুয়ারির মধ্যে সারাদেশে সব সার্ভার স্টেশনের নির্মাণকাজ শেষ হতে পারে উল্লেখ করে শাহনেওয়াজ জানান, তখন যে কেউ নিজ এলাকায় বসে জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন।