ডেইলি স্টার সম্পাদ নির্দোষ -শাহ মোয়াজ্জেম
Comments are closed১/১১ এর ঘটনায় ডেইলি স্টার সম্পাদকে নির্দোষ দাবি করে সেসময়ের মাইনাস টু ফর্মলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদেরও বিচারের আাওতায় আনান দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়াম্যান শাহ মোয়াজ্জেম। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। তৎকালিন বিডিআর বিদ্রোহে সড়যন্ত্রকারী নায়কদের খুঁজে বের করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।