রাতে ঢাকায় আসছেন জাতীয় দলের নতুন বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে, ১৩২টেস্টে ৫১৯টি উইকেট ও ২০৫ ওয়ানডেতে ২২৭টি উইকেট নেন কিংবদন্তি এই ক্যারিবীয়ান পেসার।