ঢাকায় এসেছেন কৌশিক বসু
Comments are closedঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু । বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এক গণবক্তৃতায় অংশ নেবেন। ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ওই বক্তৃতায় দর্শকদের অর্থনৈতিক বিষয়ক নানা প্রশ্নেরও উত্তর দেবেন তিনি। এর আগে বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে গতকাল ঢাকায় আসেন প্রথিতযশা এই বাঙালি অর্থনীতিবিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।