ঢাকায় গরুর চামড়া ৫০ ও বাইরে ৪০ টাকা নির্ধারন
Comments are closedঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। পশু ও আকারভেদে এবার দাম ঠিক করা হয়েছে গেলবারের চেয়ে সামান্য কম। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলেনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন এবং গেলবারের কেনা চামড়ার ৩০ শতাংশ এখনও মজুদ রয়েছে। সব মিলিয়ে দাম নির্ধারণ করা হয়েছে চামড়ার। ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৫০ টাকায়। ঢাকার বাইরে যার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া, সারাদেশে লবণযুক্ত খাসির চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করা হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর অর্ধেকের বেশি আসে কোরবানি ঈদের সময়।