ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
Comments are closedসালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তান উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার পর ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই যুদ্ধাপরাধীকে শনিবার গভীর রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই রায় কার্যকরের পর রোববার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ এক বিবৃতিতে ফাঁসির মতো দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর উদ্বেগ এবং যন্ত্রণার বিষয়টি তুলে ধরেন।