ঢাকায় পৌছেছেন প্রধানমন্ত্রী
Comments are closedজাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে এগারোটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। এরপর সেখানে ঘন্টাখানেক বিরতি নিয়ে দুপুর ১টা ০৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি। এদিকে, তাকে স্বাগত জানাতে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ৮টি রুটে বিভক্ত করা হয়েছে। এসব রুটে দাঁড়িয় সংবর্ধনা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ।