ঢাকায় বিপিএল’র শেষ পর্ব আজ
Comments are closedমিরপুরের হোম অফ ক্রিকেটে আজ শুরু হচ্ছে বিপিএল’র তৃতীয় ও শেষ পর্ব। আজ রয়েছে দুটি খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় বরিশাল বুলস এর মুখোমুখি হবে সিলেট সুপার স্টারর্স। পরের ম্যাচে, সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্স এর প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস। দুটি খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এদিকে, চট্টগ্রাম পর্ব শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। তিন নম্বরে রয়েছে সাকিবের রংপুর রাইডার্স। আর দুই পয়েন্ট নিয়ে টেবিলের শেষে মুশফিকের সিলেট সুপার স্টারস।