ঢাকায় বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান
Comments are closedঢাকায় বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন চিমিয়াও ফ্যান। আজ নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন। এর আগে চিমিয়াও ফ্যান ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।