ঢাকা ও চট্রগ্রাম মহানগরীতে বাড়ছে বাসভাড়া
Comments are closedআগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাড়ছে বাসভাড়া। আর সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার বাড়বে পহেলা নভেম্বর থেকে । সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে একথা জানান। প্রতি কিলোমিটারের বাসভাড়া ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ১ টাকা ৬০ পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া বাসে ৫ টাকা ও মিনিবাসে ৭ টাকাই বহাল থাকবে বলে জানানো হয়।