ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন ড. আতিউর
Comments are closedপদত্যাগের একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিয়েছেন অধ্যাপক ড. আতিউর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগেও তিনি ২০০৬ সালে এই বিভাগে অধ্যাপনা শুরু করেন। পরে ২০০৯ সালে ওই বিভাগ থেকে প্রেষণে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন। এই বছরের আগস্ট মাসের ২ তারিখ পর্যন্ত তাঁর প্রেষণের মেয়াদ ছিল।