ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ স্পিংগার বাজান
Comments are closedশেখ কামাল আন্তর্জাতিক ক্লাব-কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ কলকাতা মোহামেডানের মুখোমুখি হবে শ্রীলঙ্কার ক্লাব সলিড এফ.সি। চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে। এছাড়া, অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তানের ক্লাব স্পিংগার বাজান। আর, এই খেলা দুটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।