ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের হরতাল; যান চলাচল স্বাভাবিক
Comments are closedদেশের শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়। তবে, নাশকতার আশঙ্কায় রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, কালশী, ফর্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন ও মতিঝিল এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।