তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধন হবে: ইনু
Comments are closedই্ন্টারনেটের অপব্যবহার ও সাইবার ক্রাইম ঠেকাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। তথ্য প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক কমানো হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি খাতের উন্নয়নে বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।