তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া: বাণিজ্যমন্ত্রী
Comments are closedদেশের তথ্য-প্রযুক্তি খাতে দক্ষিণ কোরিয়া আরও বেশী বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ের নিজ সভাকক্ষে দেশটির রাষ্ট্রদূত আন সিয়ং ডো’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আরও জানান, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ৪ হাজার ৮০০ শুল্ক মুক্ত পণ্য রপ্তানি হচ্ছে। এখন আইসিটি সেক্টরে দেশটি বিনিয়োগ করলে দুদেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও বেড়ে যাবে বেল জানান বাণিজ্যমন্ত্রী।