তনুর হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি
Comments are closedসোহাগী জাহান তনুর হত্যা মামলা তদন্তে ঢাকা- ও কুমিল্লার সিআইডির একটি দল কুমিল্লা সেনানিবাসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকালে দলটি সেনানিবাসে যায়। সিআইডির ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আখন্দের নেতৃত্বে দলটি সেনানিবাস এলাকার তনু মরদেহ পড়ে থাকার স্থানটি ঘুরে দেখেন। এসময় সেনানিবাসের বাইরে নিয়ে মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে দলটি। গত ৩০ মার্চ আবদুল কাহ্হার আখন্দকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে সারা দেশে এখনও বিক্ষোভ ও প্রতিবাদ চালাচ্ছে আন্দোলনকারীরা।