তফসিলি ব্যাংকগুলো ১৫ জুলাই খোলা থাকবে
Comments are closedতৈরি পোষাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য ১৫ ই জুলাই পর্যন্ত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গি, গাজিপুর, সাভার, নারায়ণঞ্জ ও চট্রগ্রামের পোষাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে। সেজন্য সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এছাড়া, বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরের বাণিজ্যিক ব্যাংকগুলোর এডি শাখাগুলোও আগামী শুক্রবার ও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।