তরুণদের জন্য দৃষ্টান্ত স্কলার’স সোসাইটি
Comments are closed‘আলোর সন্ধানে নিয়োজিত’ শ্লোগান নিয়ে স্কলার’স সোসাইটি– এর উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ী বাজারে অনুষ্ঠিত হয়েছে সাধারণ বৃত্তি পরীক্ষা-২০১৫। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এ বছর পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ১৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে প্রাথমিক পর্যায়ে ১৫ এবং মাধ্যমিক পর্যায়ে ৫ জনকে পুরুস্কৃত করা হয়। এছাড়া, সংগঠনটির পক্ষ থেকে উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। স্থানীয় তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পাশাপশি বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রণ,ইভটিজিং বন্ধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।