তাবেলা সিজার হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ
Comments are closedইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করেন। সেই সঙ্গে, মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গেলো ২৮ জুন কাইয়ুম চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর মধ্যে আটক আছে ৫ জন। আর, পলাতাক কাইয়ুম চৌধুরীসহ ২ জন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এলাকায় গুলি করে হত্যা করা হয় তাবেলা সিজারকে।