তারেকের দণ্ড: শনিবার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ
Comments are closedঅর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা ও দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই তারেক রহমানের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। বিচারের নামে বিএনপি নেতাদের রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগও তুলেন খন্দকার মাহবুব।