তিউনিসিয়া ৮০টি মসজিদ বন্ধ ঘোষণা
Comments are closedসন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগে ৮০টি মসজিদ বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে তিউনিসিয়া সরকার। শুক্রবার দেশটির পর্যটন শহর সুজি’র সমুদ্র সৈকতে আইএস’র হামলায় অন্তত ৩৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়। এরপরই দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ এ সিদ্ধান্ত নেন। পাশাপাশি দেশজুড়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করতেও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি। এদিকে, গতকাল কুয়েতের এক মসজিদে আইএস’র আরেক হামলায় হতাহতের ঘটনায় একদিনের জাতীয় শোক পালন করছে দেশটি। হামলার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।