তিন দিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত হোসেন
Comments are closedগৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালেত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত ৬ই সেপ্টেম্বর রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।