তিন বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হবে: প্রধানমন্ত্রী
Comments are closedআগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, কোন প্রতিবন্ধকতাই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। সকালে গণভবনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এরি মধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ বলা হয়েছে। ২০২১ সাল লাগবে না,তার আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এছাড়া শিগগিরই কক্সবাজার পর্যন্ত রেল লাইন এবং সেখানে মেরিন অ্যাকুরিয়াম স্থাপনের কথা জানান প্রধানমন্ত্রী।