তিন বছরে করদাতার সংখ্যা দাঁড়াবে ৪০ লাখ: অর্থমন্ত্রী
Comments are closed২০১৯-২০ অর্থবছরের মধ্যে দেশে করদাতার সংখ্যা বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় আয়কর দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে সেরা দশ ব্যাক্তি ও দশটি করদাতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে এনবিআর। এসময় ১০জন সর্বোচ্চ করদাতা ও সর্বোচ্চ করদাতা ১০ টি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়।