তুরস্কের পত্রিকা জামান সরকারের নিয়ন্ত্রণ
Comments are closedসন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুরস্কের প্রভাবশালী ও মূলধারার জনপ্রিয় সংবাদপত্র জামান এর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশ দেয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলনের হিজমত আন্দোলনের সঙ্গে পত্রিকাটির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যেটা তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সরকারের জন্য হুমকি স্বরুপ। এদিকে, পত্রিকা অফিসের সামনে পাঠক ও কর্মকর্তারা আন্দোলন করলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।