তুরস্কে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবি: নিহত ১১
Comments are closedতুরস্কের পশ্চিমাঞ্চলীয় আজিয়ান উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে মারা গেছেন অন্তত ১১ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। নিখোঁজ রয়েছে আরও ৫ জন। তুরস্কের সংবাদ মাধ্যম জানিয়েছে, নৌকা দুটি গ্রিসের কস দ্বীপের দিকে যাচ্ছিল। নৌকার যাত্রীরা সবাই সিরিয়ার অভিবাসন প্রত্যাশী। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে তুরস্কের কোস্ট গার্ড।