তুরস্কে ১২ হাজার পুলিশ কর্মকর্তা বরখাস্ত
Comments are closedতুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির ১২ হাজারের বেশি পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দেশটির পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে একথা জানানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অভ্যুত্থানের কথিত ইন্ধনদাতা ফেতুল্লা গুলেনের সঙ্গে যুক্ত থাকার। গেল জুলাইয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরই দেশটিতে ধরপাকড়, চাকরিচ্যুতকরণ, ও সাময়িকভাবে বরখাস্তের মতো ঘটনা ঘটছে।