ত্রাণমন্ত্রীর বিষয়ে রিটে আদালতের বিভক্ত আদেশ
Comments are closedদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিভক্ত আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল আজ এ আদেশ দেন। মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অপর দিকে, কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি খারিজ করে দেন। নিয়ম অনুসারে, আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন।