দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ
Comments are closedসৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এব্যাপারে বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তার রুলস অব বিজনেসের ক্ষমতাবলে মন্ত্রণালয়ের পুনর্বন্টন করলেন। খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি’র পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।