দরিদ্রতা কমানো আগামী বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী
Comments are closedপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ থেকে দরিদ্রতা ২৫ থেকে কমিয়ে ১৪ থেকে ১৬ ভাগে আনা হবে। সেভাবেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় একথা বলেন তিনি। যারা এতদিন বাংলাদেশের সমালোচনা করত, তারাই এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এ দেশকে বিবেচনা করে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে দলের সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।