দলীয় প্রতীকে নির্বাচনে আমূল পরিবর্তন এনেছে সরকার
Comments are closedস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে করার সিদ্ধান্তে আমূল পরিবর্তন এনেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশ বাতিল করে পুনরায় নতুন বিল তৈরী করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। গতকাল এ বিল স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে সংসদে পাঠানো হয়েছে। আজ সংসদে এ বিল উপস্থাপন করবেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রস্তাবিত ঐ বিলে শুধুমাত্র মেয়র পদপ্রার্থীদের জন্যই রাজনৈতিক দলীয় প্রতীকে নির্বাচনের সুপারিশ করা হয়েছে। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন আগের মতোই থাকছে বলে জানানো হয়েছে।