দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ফের মন্ত্রিসভায় অনুমোদন
Comments are closedদলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে এ-সংক্রান্ত আইনের আবারো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন, ২০১৫-এর খসড়া আইনটি সংসদে উত্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বীমা করপোরেশন আইন-২০১৫ এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ অনুমোদন দেয়া হলো। পরে মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।