দিনের প্রথম খেলায় মুখোমুখি কুমিল্লা ও চিটাগং Created by Radio Dhoni on মঙ্গল, ১১/২৪/২০১৫ Comments are closed বিপিএল এ আজও দু’টি খেলা রয়েছে। বেলা ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট সুপার স্টারস খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। দু’টি খেলাই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সরাসরি দেখাবে চ্যানেল নাইন।