দীর্ঘ সময় আকাশে উড়ার রেকর্ড আন্দ্রে বোশবার্গের
Comments are closedটানা ১১৮ ঘণ্টা আকাশে উড়ে বিশ্ব রেকর্ড করেছেন সুইস বৈমানিক আন্দ্রে বোশবার্গ। সৌরচালিত উড়োজাহাজ সোলার ইমপালস-টু নিয়ে জাপানের নাগায়া দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত যাত্রা করেন তিনি । এ জন্য উড়োজাহাজটিকে পাড়ি দিতে হয় দীর্ঘ ৭ হাজার ২০০ কিলোমিটার পথ। দীর্ঘক্ষণ আকাশে উড়ার আগের রেকর্ডটি ছিল আমেরিকান অভিযাত্রী স্টিভ ফসেটের।। ২০০৬ সালে সর্বোচ্চ ৭৬ ঘণ্টা উড়ে রেকর্ড গড়েছিলেন তিনি।